শব্দব্রাউজ ৪৫১ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-451, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৪৫১ || নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২২। ৪। ২০২২। সময় সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট ।
শব্দসূত্র: লুটো লুটোরে ভাই
১। লুটো খুশি । লুটো নিঃসীম শূন্যের স্তব্ধতা ।
লুটো নিঃসঙ্গতা । লুটো নিত্য স্থিরতা ।
২ । লুটো স্নিগ্ধতা । লুটো প্রাণনা । লুটো প্রকৃত সব ।
লুটো মাধুরী । লুটো অশেষ পথ ।
৩ ভাই এভাবে আমার ভাবনা। এই আমার
আনন্দবাজার । এখন আমি ছড়িয়ে দিতে ব্যস্ত ।
সেখানে স্বর্গীয় শান্তি ।
শব্দসূত্র: লুটো লুটোরে ভাই
১। লুটো খুশি । লুটো নিঃসীম শূন্যের স্তব্ধতা ।
লুটো নিঃসঙ্গতা । লুটো নিত্য স্থিরতা ।
২ । লুটো স্নিগ্ধতা । লুটো প্রাণনা । লুটো প্রকৃত সব ।
লুটো মাধুরী । লুটো অশেষ পথ ।
৩ ভাই এভাবে আমার ভাবনা। এই আমার
আনন্দবাজার । এখন আমি ছড়িয়ে দিতে ব্যস্ত ।
সেখানে স্বর্গীয় শান্তি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন