শব্দব্রাউজ ৪৪৭ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-447, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৪৪৭ || নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৮। ৪। ২০২২।সময় সকাল ৭- ৪৫ মিনিট ।
শব্দসূত্র : কবিতা পথের পথিক
কবিতার সঙ্গে বসবাস করায় যে আনন্দ তার কোন সংজ্ঞা হয় না । যেন চলে সত্যি চলার প্রতিযোগিতা । সংজ্ঞা হীন এই চলার ভেতরে কি জীবন লুকিয়ে, যা বোঝার শক্তি কবিতাহীন মানুষ কি বোঝে ? ভেতরের সত্য অসত্য বোঝাবুঝির ভার তারা কি নিতে পারে? এখানে জয় । কবির ।
এই অনন্ত ম্যারাথন দৌড়ের পথের সামনে কোন গোলাপি রিবন নিয়ে কেউ দাঁড়িয়ে নেই থামিয়ে দেবার জন্য । স্বাদ বদল ঘটে যায় কবিতায় আপন তালে ।স্বাদ বদল ঘটে যায় কবিতায় আপন তালে । এই সত্য । এই নিত্য ।
কবিতার পথিক হওয়ার জন্য তপস্যা লাগে । ইচ্ছেকে জাপটে ধরতে হয় । প্রতিদিন নতুন করে ।
শব্দসূত্র : কবিতা পথের পথিক
কবিতার সঙ্গে বসবাস করায় যে আনন্দ তার কোন সংজ্ঞা হয় না । যেন চলে সত্যি চলার প্রতিযোগিতা । সংজ্ঞা হীন এই চলার ভেতরে কি জীবন লুকিয়ে, যা বোঝার শক্তি কবিতাহীন মানুষ কি বোঝে ? ভেতরের সত্য অসত্য বোঝাবুঝির ভার তারা কি নিতে পারে? এখানে জয় । কবির ।
এই অনন্ত ম্যারাথন দৌড়ের পথের সামনে কোন গোলাপি রিবন নিয়ে কেউ দাঁড়িয়ে নেই থামিয়ে দেবার জন্য । স্বাদ বদল ঘটে যায় কবিতায় আপন তালে ।স্বাদ বদল ঘটে যায় কবিতায় আপন তালে । এই সত্য । এই নিত্য ।
কবিতার পথিক হওয়ার জন্য তপস্যা লাগে । ইচ্ছেকে জাপটে ধরতে হয় । প্রতিদিন নতুন করে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন