শব্দব্রাউজ ৪৪৬ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-446, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৪৪৬ || নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৬। ৪। ২০২২। সময় সকাল সাতটা চল্লিশ মিনিট ।
শব্দসূত্র: বর আসবে এক্ষুনি
বর যখন বর্বর রূপ ধারণ করে তখন এই ছড়া অন্তর্হৃত । ' সত্য সেলুকস্ কি বিচিত্র এই দেশ ' বলে চিৎকার করতে করতে কনেরা আক্ষেপ করতেই পারে । বর কখন বর্বর হবে কনেরা কি জানে? কোনদিনও বরকে বোঝে!
বর এলে কনেরা তার চোখ দেখে বুঝতে চায় মনের কথা । জলের মতো সেই মনের সঙ্গে মিশে যেতে চায় । বিয়ে বিয়ে খেলায় কনেরা বড় খুশি ।
এক্ষুনি কাউকে বোঝা অসম্ভব । বরের বর্বরতার ধীরে ধীরে স্বাদ পায় কনে । শান্তি নেই হে! এক্ষুনি কিংবা অনন্ত সময়ের জন্য না হয় হোক ।
শব্দসূত্র: বর আসবে এক্ষুনি
বর যখন বর্বর রূপ ধারণ করে তখন এই ছড়া অন্তর্হৃত । ' সত্য সেলুকস্ কি বিচিত্র এই দেশ ' বলে চিৎকার করতে করতে কনেরা আক্ষেপ করতেই পারে । বর কখন বর্বর হবে কনেরা কি জানে? কোনদিনও বরকে বোঝে!
বর এলে কনেরা তার চোখ দেখে বুঝতে চায় মনের কথা । জলের মতো সেই মনের সঙ্গে মিশে যেতে চায় । বিয়ে বিয়ে খেলায় কনেরা বড় খুশি ।
এক্ষুনি কাউকে বোঝা অসম্ভব । বরের বর্বরতার ধীরে ধীরে স্বাদ পায় কনে । শান্তি নেই হে! এক্ষুনি কিংবা অনন্ত সময়ের জন্য না হয় হোক ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন