বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

শব্দব্রাউজ ৪৪২ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-442, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৪৪২ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-442, Nilanjan Kumar






শব্দব্রাউজ ৪৪২ || নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৩। ৪। ২২। সময় সকাল সাতটা মিনিট ।


শব্দসূত্র:  আয় মন বেড়াবি? 


আয় ট্যুরিস্ট হাওয়াদের সঙ্গে ভাব করি । তাদের সঙ্গে নাচি গাই আর নিত্য সন্ধান করি সত্যের।  ট্যুরিস্ট হাওয়ারা নিয়মমতো উড়েঘুরে বেড়ায় , শেখায় জীবনচর্যা । আয় হাওয়া, মন ভালো করে দে । আমি যেন মনে মনে রাজা হয়ে উঠি ।


মন যত সুন্দর তত ভালোবাসা উছলে ওঠে । মনে তুলছি প্রিয়তার শক্ত ভিত । মন যত সুন্দর তত সঙ্কটকে বুড়ো আঙুল দেখানো যায় ।


ট্যুরিস্ট হাওয়াদের সঙ্গে বেড়ানো এখন নেশায় পেয়ে বসেছে । মন ছোটে বাতাসের সঙ্গে গাঁ গন্জ্ঞে শহরে নগরে। আমায় কবিতা এনে দেয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...