শব্দব্রাউজ ৪৪১ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-441, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৪৪১ || নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১২। ৪। ২০২২। সময় সকাল ৭টা ৩০মিনিট ।
শব্দসূত্র: শুধু একটাই তুমি
শুধু স্বপ্নের সঙ্গে বসবাস করে বাস্তব কি ভোলা যায় ? নিয়মের সুতোয় বাঁধা জীবন বেরিয়ে আসতে পারে না । দমবন্ধ সময় স্বাদ বদলের জন্য হাঁসফাঁস করে । ওই পর্যন্ত ।
একটাই জীবনে স্বাদগন্ধ চাখি । খাই দাই ঘুমোই আর মাতি লীলাখেলায়। একটি জীবনে কোন ত্যাগ নেই ।এই বাস্তব । ভুলেও সে কথা মনে আসে না ।
তুমি সত্য । তোমায় ঘিরে স্বপ্ন । তোমায় ঘিরে ভালোবাসা । বৃত্তবন্দি হয়ে থাকা সার ! অভ্যাস ।
শব্দসূত্র: শুধু একটাই তুমি
শুধু স্বপ্নের সঙ্গে বসবাস করে বাস্তব কি ভোলা যায় ? নিয়মের সুতোয় বাঁধা জীবন বেরিয়ে আসতে পারে না । দমবন্ধ সময় স্বাদ বদলের জন্য হাঁসফাঁস করে । ওই পর্যন্ত ।
একটাই জীবনে স্বাদগন্ধ চাখি । খাই দাই ঘুমোই আর মাতি লীলাখেলায়। একটি জীবনে কোন ত্যাগ নেই ।এই বাস্তব । ভুলেও সে কথা মনে আসে না ।
তুমি সত্য । তোমায় ঘিরে স্বপ্ন । তোমায় ঘিরে ভালোবাসা । বৃত্তবন্দি হয়ে থাকা সার ! অভ্যাস ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন