বুধবার, ৬ এপ্রিল, ২০২২

শব্দব্রাউজ ৪৩৪ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-434, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৪৩৪ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-434, Nilanjan Kumar






শব্দব্রাউজ ৪৩৪ || নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৫। ৪। ২০২২। সময় সকাল ৭টা ১৫মিনিট ।


শব্দসূত্র:  অন্যায় শাসনের সঙ্গে


অন্যায় শব্দের সঙ্গে দোষনীয় ভাব ছুটে আসে । ন্যায় অন্যায়ের দোলাচলে মানুষ ভাসে । তাই অভ্যেসের দিন কিভাবে গড়িয়ে যায় বুঝতে বুঝতে সময়ের ইতি । অন্যায় শব্দের ঘোর বড় ছোঁয়াচে । একবার ধরলে অধঃপাতে ।

শাসনের মধ্যে অন্যায়তো থাকবেই । ক্ষমতার ভেতরে হাজারো অপরাধ শোভা পায় সকালের কাগজে মুখ ডুবোলেই ।


দ্বন্দ্বের সঙ্গে ভেদাভেদ জড়িত । তার থেকে রিপু জাগ্রত । দ্বন্দ্ব মিটলেও শোধবোধ হয় না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...