শনিবার, ২ এপ্রিল, ২০২২

শব্দব্রাউজ ৪৩০ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-430, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৪৩০ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-430, Nilanjan Kumar






শব্দব্রাউজ ৪৩০ || নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১। ৪। ২০২২। সময় সকাল আটটা ।


শব্দসূত্র:  স্তুপাকার জয়ের সঙ্গে

আজীবন স্তুপাকার জয়ের স্বাদ পোষায় না । পরাজয় মাটিতে পা এনে দিলে অন্য অনভব । জয় প্রহর ছুঁয়ে যে কালযাপন তার স্বাদ গন্ধের সঙ্গে মেলে না বলে খুঁজি  পরিবর্তন । আজীবন জয় পরাজয় জুড়ে কাটানোর মজা বেশি । যে জানে সে জানে ।


কার সঙ্গে জয়ের কথা ভাগ করবো ! সেখানে তো ঈর্ষা । তার থেকে ঘৃণা । তার থেকে দুরত্ব ।


সবার সঙ্গে পরাজয় ভাগ করা যায় না । আসবে সহানুভূতি । যা তোমাকে গ্লানিময় করে দেবে ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...