নীলিমা সাহা-র আটপৌরে ৯২০-৯২২
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 920-922,,
নীলিমা সাহা-র আটপৌরে ৯২০-৯২২
৯২২)রাস্তা >মানুষ >খাঁখাঁ
ফেরিওয়ালা
হাঁকে,গ্রীষ্মদুপুর ভাতঘুমস্বপ্নে বিভোর
৯২৩)
গ্রীষ্মসকাল সাদাফুল সাদাহাসি
বাঙ্ময়
পাতার বাহার , অ-বাক বৃক্ষবক্ষ
৯২৪)
ব্যাকরণবিহীনদিন ব্যতিব্যস্ত ,রহস্যপিঠে
পড়ন্তবিকেল
উদাস আঁধার শুকতারার অপেক্ষায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন