নীলিমা সাহা-র আটপৌরে ৯১৪-৯১৬
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 914-916,
নীলিমা সাহা-র আটপৌরে ৯১৪-৯১৬
৯১৬)
পথচলতি হরেক শব্দ
দিশারি-শব্দই
মোমবাতিহাতে পৌঁছে দেয় নিজস্বপথে
৯১৭)
হাঁটতে হাঁটতেই পথস্যপথ
স্বরূপ
খুলতেই মনস্তাপ ঝরে যায়
৯১৮)
পথ=ভ্রমণ=জীবনচর্যা
সুবাতাস
খেলে যায় যাপনে মননে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন