নীলিমা সাহা-র আটপৌরে ৯১১-৯১৩
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 911-913,
নীলিমা সাহা-র আটপৌরে ৯১১-৯১৩
)
অন্ধ অতীত শুধু
ভালোবাসা
গায়, ভাঙা গান জোড়ে না
)
ভালোবাসার বারান্দায় জোনাকপ্রহর
মায়াখেলা
ছিন্ন পাতায় সাজানো তরণী
)
ভালোবাসা বেঁচে থাক
বেদনভরাবসন্ত
সঙ্গে থাক সহবত নিখুঁত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন