নীলিমা সাহা-র আটপৌরে ৮৯৬-৮৯৮
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 896-898,
নীলিমা সাহা-র আটপৌরে ৮৯৬-৮৯৮
৮৯৬)
চলমানসময় আজ ভঙ্গুর
হাহাকারকলোনি
ভুবনহারানো নৈঃশব্দ বাঁকে বাঁকে
৮৯৭)
প্রবল ঝড়ের সামনে
লজ্জাবতীগাছ
অলি গলিতে রহস্যময় চোরাগোপ্তা
৮৯৮)
সৃষ্টির কাছে নতজানু
নির্জন,
অন্ধকারেই বিকশিত প্রাঞ্জল বকুলগন্ধ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন