নীলিমা সাহা-র আটপৌরে ৮৯৩-৮৯৫
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 893-895,
নীলিমা সাহা-র আটপৌরে ৮৯৩-৮৯৫
)
গ্রীষ্মের সকাল ,বেলকুঁড়ির
হাসি-গন্ধ
বেলা বাড়তেই ক্রমশ হারায়
)
জীবনের ছেঁড়াকাঁথা বলতে
স্বপ্নই
সব মরলেও স্বপ্ন অমর
)
তবু ঝরাপাতারই দলে
জয়ধ্বনি
কুড়োই, অর্কেস্ট্রাতে বাজে ভাঙাবাংলা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন