নীলিমা সাহা-র আটপৌরে ৮৮১-৮৮৩
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 881-883,
নীলিমা সাহা-র আটপৌরে ৮৮১-৮৮৩
)
যেসব কান্না তোমার-আমার
দ্যাখো
চৈত্রআকাশ ,বৃষ্টিহারা দিশেহারা পৃথিবীরকান্না
)
শব্দই লেখায় আমায়
পৌঁছাই
দিনলিপির হাত ধরে একদিনে
)
কবেকার হাহাকার এখনও
গুমরায়
আলোবিহীন পৃথিবী নিত্য অন্তঃক্ষরা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন