নীলিমা সাহা-র আটপৌরে ৮৪৫-৮৪৭
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 845-847,
নীলিমা সাহা-র আটপৌরে ৮৪৫-৮৪৭
৮৪৫)
এবার সমঝোতার হাতছানি
ঘুরঘুরবাতাস
এলোমেলো ছায়া জলেস্থলে দিনান্তে
৮৪৬)
পর্বতের আলো ভূমিস্পর্শেই
আত্মহারানদী
আলগা করে চুলের স্তবক
৮৪৭)
সওয়ারি পার হয়
রহস্যদরজা
পৃথিবীর আগের ও পরের
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন