নীলিমা সাহা-র আটপৌরে ৮৪২-৮৪৪
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 842-844,
নীলিমা সাহা-র আটপৌরে ৮৪২-৮৪৪
৮৪২)
সরে যাচ্ছে স্বদেশভূমি
পৃথিবীর
পিনকোড ক্রমশ আবৃত বারুদাগুনে
৮৪৩)
ছিন্নমূলের শহর ,ভবঘুরে
খুঁজছে
নিরালা নামক কোনও রাস্তা
৮৪৪)
মনখারাপ হাতে পৃথিবীর
দুঃস্থপাঠশালা
এবার বাজবে সময়ের নূপুর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন