শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

দহন কথা ।। অরিন্দম চট্টোপাধ্যায়, Arindam Chattopadhyay

দহন কথা

অরিন্দম চট্টোপাধ্যায় 



একটা আগুনের শিখা 

কতটা উঁচুতে উঠলে

আকাশ ছুঁতে পারবে

ভাবতে ভাবতে

দহনে পুড়ে গেল লাল ভূমি উপত্যকা 

দগ্ধ হয়ে গেলো আমার মা

দগ্ধ হয়ে গেলো আমার স্বজন

জ্বলে গেলো আমার সুজন

জ্বলে গেলো আমার ভবিষ্যৎ 

তীব্র দহনে আমার আকাশ...

এক অঙ্গারে পরিণত হয়ে 

ধোঁয়ার কুণ্ডলী হয়ে উঠে যাওয়া

উত্তাপে পোড়ে গাছেদের পাতা

উড়ে যায় ঘুমন্ত পাখি দিক্হীন হয়ে

আর্তি ছড়ানো চিহ্ন

গোবর  লেপে দেওয়া আঙিনায়

বসন্ত হৃদয় ভেঙে 

ছড়িয়ে,ছড়িয়ে ব্রহ্মাণী থেকে দ্বারকা

দৃষ্টি স্থির হয়ে যায়

সব কিছুই শূন্য হয়ে ঘোরে... 



@ অরিন্দম চট্টোপাধ্যায়,  বেহালা,কলকাতা -৭০০০৬০, মো ও হো -৯৪৩৩১৩৪৭৬১/৭৫০১৭৭৮২৯১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...