সোমবার, ২৮ মার্চ, ২০২২

শব্দব্রাউজ ৪২৫ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-425, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৪২৫ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-425, Nilanjan Kumar






শব্দব্রাউজ ৪২৫ || নীলাঞ্জন কুমার

প্রুডেন্ট প্রাণা আবাসন । বোড়াল ।গড়িয়া ।কলকাতা ।
২৭। ৩। ২০২২। সময় সকাল আটটা ।


শব্দসূত্র:  তুমি কি আমায় ভালোবাসো

তুমি ঘৃণা চোখে দেখো সব?  খারাপের ভেতরে ভালো দেখার আগ্রহ ছুঁড়ে দাও আস্তাকুড়ে ? গুরুত্ব দাও না প্রিয় স্বপ্নকে?  শুধু প্রিয়তা নিজের সঙ্গে ? হাহা...


কি এমন সত্য নিয়ে তুমি আছো?  জানবে? 


আমার চোখ তোমার দিকেই। স্বপ্ন খুঁজি ।


ভালোবাসার জীবন তুমি জানো না । তবু তার ভেতর থেকে কি করে নিঃশব্দ চরণে অগোচরে ছুঁয়ে যায় আকর্ষণ । তুমি বোঝো না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...