শব্দব্রাউজ ৪২২ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-422, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৪২২ || নীলাঞ্জন কুমার
প্রুডেন্ট প্রাণা আবাসন । বোড়াল । গড়িয়া । কলকাতা । ২৪। ৩। ২২। সকাল ৮ টা ১০মিনিট ।
শব্দসূত্র: ঘুম পেয়েছে বাড়ি যা
ঘুমের কোন সংজ্ঞা নেই । সে আসে যায় ওই পর্যন্ত । অনন্ত বিশ্রামে কোন আগ্রহ নেই বলে উঠে পড়ি আলো ফুটলে ।
পেরচ্ছে শান্তি স্বাদ । ঘুমে । প্রিয় স্বপ্নে । হাজারো প্রত্যাশা কখনো কখনো পূর্ণ হয়ে ওঠে ।
বাড়িতে অবাক শান্তি । নিশ্চিত ঘুম স্বাদ । তার অনুভব নিতে নিতে প্রকৃত সুখের সন্ধান চলে ।
যা কোলাহল । তুই থাক মাঠে ঘাটে ।
শব্দসূত্র: ঘুম পেয়েছে বাড়ি যা
ঘুমের কোন সংজ্ঞা নেই । সে আসে যায় ওই পর্যন্ত । অনন্ত বিশ্রামে কোন আগ্রহ নেই বলে উঠে পড়ি আলো ফুটলে ।
পেরচ্ছে শান্তি স্বাদ । ঘুমে । প্রিয় স্বপ্নে । হাজারো প্রত্যাশা কখনো কখনো পূর্ণ হয়ে ওঠে ।
বাড়িতে অবাক শান্তি । নিশ্চিত ঘুম স্বাদ । তার অনুভব নিতে নিতে প্রকৃত সুখের সন্ধান চলে ।
যা কোলাহল । তুই থাক মাঠে ঘাটে ।
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুন