সোমবার, ২১ মার্চ, ২০২২

শব্দব্রাউজ ৪১৮ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-418, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৪১৮ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-418, Nilanjan Kumar






শব্দব্রাউজ ৪১৮ || নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ।২০। ৩।২০২২। সময় ৭টা ৩০ মিনিট ।


শব্দসূত্র:  কফি হাউসের ভাঙা সিঁড়ি পেরিয়ে


কফি হাউসের প্রাণবায়ু পৃথিবীর অষ্টম আশ্চর্য । স্থির প্রত্যয় কোথা থেকে যেন জুটে যায়। । কফি হাউসের কোলাহল কোনদিন তাই অসহ্য মনে হয় না  ।


কফি হাউসের ভাঙা সিঁড়ি পেরতে পেরতে উত্তরণের স্বপ্ন দেখি । গজিয়ে ওঠা আনন্দ হয়তো কফি হাউসেই ।
ঢুকে পড়লেই ভিন্ন জগৎ ।


পেরচ্ছে প্রতিদিন । নতুন স্বাদে । দুঃখে আনন্দে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...