শব্দব্রাউজ ৪১২ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-412, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৪১২ || নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড । কলকাতা । ১৪।৩।২০২২।সময় সকাল ৭টা ১৫মিনিট ।
শব্দসূত্র: বিস্তার ব্রম্ভ্রান্ডময়
বিস্তার পূর্ণতা দেয় । দেখি সর্বত্র ভালোমন্দ । বিস্তার চরিত্র চেনায় । স্বপ্নে আকাশ ভ্রমণ । নিজেকে কুচি কুচি করি ।বোধে । তত বেড়ে যায় পূর্ণতার বিস্তার । বিস্তার চরিত্র চেনায় । ছুঁয়ে থাকে স্নিগ্ধ প্রবৃত্তি ।
ব্রম্ভ্রান্ডময় থাকতে চাই । আকাশে বাতাসে কেবল আমি । নিজেকে গড়াগড়ি খাইয়ে যে সুখ তার অভিজ্ঞতা নিয়ে
এই বাঁচাবাঁচি আলাদা রোমাঞ্চ আনে ।
শব্দসূত্র: বিস্তার ব্রম্ভ্রান্ডময়
বিস্তার পূর্ণতা দেয় । দেখি সর্বত্র ভালোমন্দ । বিস্তার চরিত্র চেনায় । স্বপ্নে আকাশ ভ্রমণ । নিজেকে কুচি কুচি করি ।বোধে । তত বেড়ে যায় পূর্ণতার বিস্তার । বিস্তার চরিত্র চেনায় । ছুঁয়ে থাকে স্নিগ্ধ প্রবৃত্তি ।
ব্রম্ভ্রান্ডময় থাকতে চাই । আকাশে বাতাসে কেবল আমি । নিজেকে গড়াগড়ি খাইয়ে যে সুখ তার অভিজ্ঞতা নিয়ে
এই বাঁচাবাঁচি আলাদা রোমাঞ্চ আনে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন