শব্দব্রাউজ ৪০৭ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-407, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৪০৭ || নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড । কলকাতা । ৯। ৩। ২০২২। সকাল ৭ টা ৪৫ মিনিট ।
শব্দসূত্র: চেয়েছি প্রেরণা ভালোবাসা
চেয়েছি উল্লাস । পাওয়া হল না । প্রতিটি মুহুর্তে বাস্তব ছুটে আসে । আসে ঘৃণা । আসে কুচক্র। চেয়েছি উচ্ছ্বাস । পাওয়া গেল না । উন্মাদনা আমার জন্য নয় । কুৎসিৎ
হাহাকারের শব্দ গোটা পৃথিবী জুড়ে ঘুরে মরে ।
প্রেরণা কে দেবে? সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত । আমার ভেতরের আগুন নিভেই থাকে । তাকে ফুঁ দিয়ে উস্কে দিতে কেউ আসে না ।
ভালোবাসা ? হা হা .....। যেন অমাবস্যার চাঁদ ।
শব্দসূত্র: চেয়েছি প্রেরণা ভালোবাসা
চেয়েছি উল্লাস । পাওয়া হল না । প্রতিটি মুহুর্তে বাস্তব ছুটে আসে । আসে ঘৃণা । আসে কুচক্র। চেয়েছি উচ্ছ্বাস । পাওয়া গেল না । উন্মাদনা আমার জন্য নয় । কুৎসিৎ
হাহাকারের শব্দ গোটা পৃথিবী জুড়ে ঘুরে মরে ।
প্রেরণা কে দেবে? সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত । আমার ভেতরের আগুন নিভেই থাকে । তাকে ফুঁ দিয়ে উস্কে দিতে কেউ আসে না ।
ভালোবাসা ? হা হা .....। যেন অমাবস্যার চাঁদ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন