শব্দব্রাউজ ৪০০ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-400, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৪০০ || নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড । কলকাতা ।
২। ৩। ২০২২। সকাল দশটা ।
শব্দসূত্র: চারশো রকমের শব্দব্রাউজ
চারশো কোন মারাত্মক কিছু নয় । সংখ্যা মাত্র । লাখো শব্দের ভেতরে একরত্তি শব্দ আমাকে হাসায় । চারশো রকমের শব্দব্রাউজ লিখতে লিখতে এ অনুভূতি করায়ত্ত । মেঘ যে শব্দ আনে তা চার কোটি শব্দের সমান । বাতাসে যে শব্দ বয়ে চলে তা চার হাজার কোটি শব্দের ওপর । আমি নিতান্ত ক্ষুদ্র বলে ব্যাঙাচির মতো লাফাই ঝাঁপাই কয়েকটি শব্দের ভেতরে ।
নিজের রকম সকম মাঝেমধ্যে রাগ ধরায় । আকাঠ বোকামির ভেতর দিয়ে যা লিখছি তাকে কি যে বলি! ভেতর শুধু বলে গভীরে যাও হে । আমি শুনে যাই ।
শব্দব্রাউজ চারশো অনেককে আনন্দ দেবে । কেউ গর্ব করবে । আমি তাদের ছুঁতে পারি না ।
২। ৩। ২০২২। সকাল দশটা ।
শব্দসূত্র: চারশো রকমের শব্দব্রাউজ
চারশো কোন মারাত্মক কিছু নয় । সংখ্যা মাত্র । লাখো শব্দের ভেতরে একরত্তি শব্দ আমাকে হাসায় । চারশো রকমের শব্দব্রাউজ লিখতে লিখতে এ অনুভূতি করায়ত্ত । মেঘ যে শব্দ আনে তা চার কোটি শব্দের সমান । বাতাসে যে শব্দ বয়ে চলে তা চার হাজার কোটি শব্দের ওপর । আমি নিতান্ত ক্ষুদ্র বলে ব্যাঙাচির মতো লাফাই ঝাঁপাই কয়েকটি শব্দের ভেতরে ।
নিজের রকম সকম মাঝেমধ্যে রাগ ধরায় । আকাঠ বোকামির ভেতর দিয়ে যা লিখছি তাকে কি যে বলি! ভেতর শুধু বলে গভীরে যাও হে । আমি শুনে যাই ।
শব্দব্রাউজ চারশো অনেককে আনন্দ দেবে । কেউ গর্ব করবে । আমি তাদের ছুঁতে পারি না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন