বুধবার, ২ মার্চ, ২০২২

শব্দব্রাউজ ৩৯৯ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-399, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৩৯৯ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-399, Nilanjan Kumar





শব্দব্রাউজ ৩৯৯ || নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড । কলকাতা ।
১। ৩। ২০২২। সময় সকাল ৮টা ৫০মিনিট ।


শব্দসূত্র:  কেন এতো শব্দ


কেন সারাক্ষণ লাখো কবিতার ভেতর দিয়ে ছুটে বেড়াই ? কেন নিত্য ছন্দের ছলাকলা গ্রাস করে?
কেন প্রিয় বার্তা পৌছে দিতে চাই জনারণ্যে ? কেন শব্দের ভেতর দিয়ে নিজেকে শুদ্ধ করি?  কে বলবে?


এতো দিন এভাবে । তাও ক্লিশে হয় না । গড়িয়ে গড়িয়ে নামতে নামতে শব্দ কখন ভূমিতে,  তার থেকে চারা হয়ে ওঠে কে বলবে ?


শব্দের সামনে দাঁড়িয়ে শব্দ শিখি । নতুন । উন্মাদ করা । আকন্ঠ তাকে গিলে ফেলি । এই আমার জীবন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...