পূর্ণতা
চিত্রেশ্বর পাল
আজ ফাগুন এসেছে দুয়ারে
আকাশ রেঙেছে তাই
পলাশ কৃষ্ণচূড়ার সাজে।
আজ বসন্ত সমাগত দ্বারে
ফুলেরা স্পর্শ খোঁজে
অলি ভ্রমরের ছোটাছুটি
বাতাসের নেই তাড়া কোনও কাজে
আজ যৌবন উদ্ধত দুরন্ত
মানে না বাধা মিলনের পথে
দূর্বার গতি তার অসীম দৃঢ়তা ফোটে
শিহরিত অবয়ব পূর্ণতা আনে
আজ আগুন 🔥 হৃদমন্দিরে।
আজ লাবণ্য জাগ্ৰত ঋতু বাহারে
অনন্ত পিপাসা জাগে
দিগন্তে সূর্য ☀️ দিনান্তে প্রশান্তি মাখে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন