নীলিমা সাহা-র আটপৌরে ৮৩৬-৮৩৮
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 836-838,
নীলিমা সাহা-র আটপৌরে ৮৩৬-৮৩৮
৮৩৬)
এভাবেই ধ্বংসের প্রস্তুতি
অথচ
মানুষের পরিচয়ে নিজেকে গড়েছো
৮৩৭)
যুদ্ধশেষে জমিন আসমান
আর্তছায়রা
মৃত ও জীবিতের নাটুকেবক
৮৩৮)
ধোঁয়াটে উনুনের গান
পাকদণ্ডি
আঁধার ডানায়,আবৃত পৃথ্বিভূমি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন