নীলিমা সাহা-র আটপৌরে ৮৩০-৮৩২
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 830-832,
নীলিমা সাহা-র আটপৌরে ৮৩০-৮৩২
৮৩০)
জলশব্দ ।কলঘর ।অতিক্রান্তঅঙ্ক
অপচয় -শব্দে
আক্রান্ত জুড়তেই ভাসে সুইসাইডনোট
৮৩১)
অভিমন্যুরা জানে না
জলতরঙ্গে
ধেয়ে আসে পাতার মর্মর
৮৩২)
বিশেষ্যের বিশেষণেই পদাধিকার
স্বপ্নময়রজ্জু
স্রোত-তরঙ্গে তবু তারই সন্ধান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন