নীলিমা সাহা-র আটপৌরে ৮২৪-৮২৬
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 824-826,
নীলিমা সাহা-র আটপৌরে ৮২৪-৮২৬
৮২৪)
মানুষের মধ্যে ভিন্নমানুষ
বিপণ্নসম্পর্ক
আয়নায় রহস্যময় নিশ্চুপ বিন্যাস
৮২৫)
আলোরবাড়িঘরসব উনুনের ছাই
নিরুদ্দিষ্টঅন্ধকার
কেউ কারো চেনা নয়
৮২৬)
পৃথিবীর গভীরতর অসুখ
দোলাচলহাওয়া
অধরাই থাকে গভীর জলের মাছ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন