নীলিমা সাহা-র আটপৌরে ৮১৫-৮১৭
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 815-817,
নীলিমা সাহা-র আটপৌরে ৮১৫-৮১৭
৮১৫)
আহা বিরতিবিহীন গতিজাড্য
স্মৃতিতে
আছড়ায় কবেকার ফোড়নের কলরব
৮১৬)
নিজের সঙ্গে লড়াই
লম্বাঅন্ধকার
কিম্ভুতছায়ায় আলকুশির মতো মৃত্যুঘ্রাণ
৮১৭)
ভেতরে কবিতারই লড়াই
সময়েরবহুস্বর
লড়াই স্বাধীন হাঁটার জন্য
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন