নীলিমা সাহা-র আটপৌরে ৮০৯-৮১১
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 809-811,
নীলিমা সাহা-র আটপৌরে ৮০৯-৮১১
৮০৯)
বসন্তবিহীন মেঘের বর্ষণস্নাতসন্ধ্যা
অন্যগানেরপৃথিবী
নিষ্ঠুর ঘুমপাড়ানিয়ার গোপন অশ্রুমোচন
৮১০)
পিপাসা প্রবহমান পরিচয়হীন
ইচ্ছেশকটযাত্রী
আলো-আঁধারে গোপনকবিতা হয়েই স্থিতধী
৮১১)
মেঘে ঢাকা পৃথিবী
চলমান-জ্বরাগুন
একটানা পাখারঝাপটানি ,হায় কৃষ্ণসাগর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন