নীলিমা সাহা-র আটপৌরে ৮০৩-৮০৫
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 803-805,
নীলিমা সাহা-র আটপৌরে ৮০৩-৮০৫
৮০৩)
সেই যুদ্ধযুদ্ধখেলা আদিমঅভ্যাস
থরথরমোমবাতিহাত
মেঘলজীবন রাস্তা হাঁটে,হাঁটেই
৮০৪)
এ খেলা খেলাই
কালেরপুতুল
মহাকালের দরবারে বাজে পরিশুদ্ধকানাড়া
৮০৫)
ক্রন্দসীতীরে ভ্রষ্টতরীর আর্তনাদ
বাঁচতেচাওয়া
উজ্জীবনের সামনে নিত্য মরীচিকা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন