নীলিমা সাহা-র আটপৌরে ৮০০-৮০২
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 800-802,
নীলিমা সাহা-র আটপৌরে ৮০০-৮০২
৮০০)
ভোরেরফুল ছিল রাতস্বপ্নে
পুরনো-আমিরা
জলচুরিপথে চলছিল ঘোড়ারলাগাম হাতে
৮০১)
পাহাড়শীর্ষের চড়াইপথ খোঁজে
তড়াই
কেলাসিতআলোয় ছলকায় সমতল, মর্মরবিস্ময়
৮০২)
ভয় গিলছে ঢোক
তত্ব-তালাসে
ক্রশস্টিচ সেড়ে নিচ্ছে সুতো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন