নীলিমা সাহা-র আটপৌরে ৭৭৯-৭৮১,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 779-781,
নীলিমা সাহা-র আটপৌরে ৭৭৯-৭৮১,
৭৭৯)
যুদ্ধ ধমকাচ্ছে,চমকাচ্ছে
থরথরশহর
তবু বৃষ্টি এসো কল্যাণময়ী
৭৮০)
আঙুলের ফাঁকে জেগে
চেনাসর্বনাশ
রাত্রিরই সহোদর যে আঁধারেপথ
৭৮১)
মেঘ-বৃষ্টির আকাশ, অস্থির
অসময়েও
রোদ নামে পৃথিবীর পরে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন