নীলিমা সাহা-র আটপৌরে ৭৭০-৭৭২,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 770-772,
৭৭০)
এই দুর্বিনীত সময়
বাজার-থলিউপচে
সস্তাঅপমান ,পৃথিবীর সব জানা
৭৭১)
পৃথিবী জানে, বৃক্ষ-চারা-ছায়ায়
ক্রমবর্ধিতঘুঘুছানা
...যত ঘুঘু তত গল্প
৭৭২)
পৃথিবী শোনে,চিৎকার
গাছ-কোটরে
ভোরের আলে ঘুঘুরই শীৎকার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন