নীলিমা সাহা-র আটপৌরে ৭৬১-৭৬৩,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 761-763,
৭৬১)আমি আর জানালা
মুখোমুখি ,
লিখি সম্পর্কের কঠিন চাটুলতা
৭৬২)
যুদ্ধযুদ্ধ খেলা নয়
এখনই
অতিমারি বিস্মরণ বড্ড বিস্ময়কর
৭৬৩)
রোদ্দুরের দিকে তাকাতেই
ফেরিওয়ালা ,
মনে পড়ে মিনি ও কাবুলিওয়ালা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন