নীলিমা সাহা-র আটপৌরে ৭৫৭-৭৬০,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 757-760,
৭৫৭)
বসন্ত এসে গেল
অথচ
শীত আটকা পড়ে জটিলভাবনায়
৭৫৮)
ভাতেরঘ্রাণ কান্না ফুটপাত
তবু
দুটিমন পাতা ওল্টায় বাৎস্যায়নের
৭৫৯)
উপবাস জঠরজ্বালা শূন্যবুক
আগুনে
হাতসেঁকে শপথেরা বড্ড অসহায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন