মন ফাগুনের ডাক
কাশীনাথ সাহা
সুর ছড়ানো আলোছায়ায়
ফাগুন দিল ডাক
পলাশ বনের দিনযাপনে
স্বপ্ন ভরা থাক।
শাল-পিয়ালের সবুজ শাখায়
একতারাটির টান
এমন দিনে মাতন হাওয়ার
ছড়িয়ে দিলাম গান।
আবির আর রঙের ছোঁয়ায়
প্রেমিক রাঙা মন
খুঁজে বেড়ায় আড়াল ভেঙে
অধরা বৃন্দাবন।
সেই প্লাবনে রাধা ভাসে
কৃষ্ণ অভিসারে
ফাগুন বিকেল ডাক দিয়েছে
থাকবো না আর ঘরে।
ঘরের ভিতর ঘর বেঁধেছি
ঠিকানা নাই তার
আবির মেখে আসতে পারো
অবারিত দ্বার।
শিমুল পলাশ আগুন জ্বালায়
নীল আকাশের কোনে
থাকবো কেন অপরাহ্নে
ভরা এই ফাগুনে।
ফাগুন তুমি আগুন ছুঁয়ে
আমার কাছে এসো
তারপরেতে স্বপ্ন বুনে
একটু ভালবেসো।
ভালবাসার মন ফাগুনে
দু'জনে যাবো ভেসে
জানি না তো কোন সে স্রোতে
ভাসবো নিরুদ্দেশে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন