কিছু বই কিছু কথা-২৯১ । নীলাঞ্জন কুমার
উত্তমাশা অন্তরীপ । শান্তনু ব্যানার্জি ও অর্ক মুখোপাধ্যায় । সংবাদ খোলামেলা , সোদপুর, কলকাতা । একশো টাকা ।
এক অগোছালো ও সাধারণ মানের বই হিসেবে ধরা যেতে পারে শান্তনু ব্যানার্জি ও অর্ক মুখোপাধ্যায়েরযৌথ কাব্যগ্রন্থ ' উত্তমাশা অন্তরীপ ' । প্রথম কবি শান্তনু ব্যানার্জি ( বন্দ্যোপাধ্যায় লিখতে কি দোষ করলো? ) -র কবিতার ভেতরে প্রায় নব্বই শতাংশে পাই ছন্দ ভিত্তিক কবিতা । কবির ছন্দের হাত অবশ্য সুন্দর । তবে তা সহজাত । সেখানে কতখানি তিনি আরো বেশি পরিশিলিত করার চেষ্টা করেছেন সে নিয়ে সন্দেহ আছে । তাঁর কয়েকটি কবিতায় প্রকৃত কবিতার স্বাদ খুঁজে পাওয়া যায় । যেমন ' আলেয়া ' কবিতায় তিনি লেখেন: ' আমি স্বচ্ছ দিনের বুজরুকি/ নিয়মিত চশমায় মাখি! / খবরের শিরোনামে ভয়/ আমি কাগজের নৌকায় রাখি । ' কিংবা ' রূপকথা ' কবিতায়: ' আমাকে রঙ দিস তুই বিপ্লবের, / আমি হাসতে পারি না সবদিন ।/ যারা গ্লোসাইন হয় অনুভবের , / আমাকে ভেবো না টাচস্ক্রিন । ' শান্তনু যদি কবিতা নিয়ে নিবিড় চর্চা করে তবে সে অবশ্যই বিশেষ উচ্চতায় আসতে পারে । কিন্তু শুধু ছন্দের কবিতা লিখলে তা হবে ?
অপর কবি অর্ক মুখোপাধ্যায়ের কবিতার একটিও কবিতা আখ্যা দেওয়া যায় না । ফলে তার কবিতা নিয়ে তেমন কিছু বলার প্রয়োজন আছে বলে
মনে হয় না । তবে দুই কবির কবিতার ভেতরে কোন বিভাজন না থাকায় তাদের কার কোন গুলো কবিতা তার বিভাজন রেখা থাকলে পাঠকের উপকার হতো । যদিও সূচিপত্রেসেই বিভাজন টানা আছে । অর্ক মুখোপাধ্যায়ের দায়সারা প্রচ্ছদ দৃষ্টিনন্দন নয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন