মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪৭/৭ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 47/7 Debjani Basu

 আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪৭/৭ || "আই-যুগ"-এর কবিতা  দেবযানী বসু || Atpoure poems 47/7 Debjani Basu 








আটপৌরে কবিতাগুচ্ছ ~ ৪৭/৭

১. এ আর এমন কি

ক্রেতাসুরক্ষা । শত্রুসুরক্ষা। নেটসুরক্ষা।
                    সুরক্ষার
নামে বিনিয়োগ করো নিশ্চিত।

২.  পার পেয়ে যায় দুশমন

খুন। হত্যা। রোজগার।
               তান্ত্রিকমতে
পুত্রখুন করতে দরকার  মস্তিষ্কধৌতি।

৩. দাদার হাতে বোমা ছিল

উস্কানি। ঠান্ডালড়াই। দখলদারি।
             আদিম
মাংসাশী প্রাণীরা উঠোনে চরে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...