শব্দব্রাউজ ৩৮৮ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-388, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৩৮৮ || নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড । কলকাতা
সময় ৮টা ২৫মিনিট ।
শব্দসূত্র: হিসেবী সময় এখন
হিসেবী দীর্ঘ জীবন এখন অভ্যাসে । অভ্যাস বড় গুরুতর । সে জড়িয়ে মাড়িয়ে বন্দি করে । হিসেবী জীবনে স্বপ্নেও বড় হিসেব । বজ্রগুণনের আকুল জীবনচক্র নিয়ে কোন দোষারোপ কেউ করে না বলে সে জাঁকিয়ে বসে বাস্তবের বাহবা কুড়োয় ।
সময় হরিয়ালি পাখির মতো । নিজের মতো উড়ে ঘুরে বেড়ায় । এটাও বাস্তব । ওদের সঙ্গে হিসেব মেলে না ।
এখন চতুরালি সময় । এখন রোবট দিন । এখন প্রিয়তা নেই । এখন শুধু মরিচিকা ।
সময় ৮টা ২৫মিনিট ।
শব্দসূত্র: হিসেবী সময় এখন
হিসেবী দীর্ঘ জীবন এখন অভ্যাসে । অভ্যাস বড় গুরুতর । সে জড়িয়ে মাড়িয়ে বন্দি করে । হিসেবী জীবনে স্বপ্নেও বড় হিসেব । বজ্রগুণনের আকুল জীবনচক্র নিয়ে কোন দোষারোপ কেউ করে না বলে সে জাঁকিয়ে বসে বাস্তবের বাহবা কুড়োয় ।
সময় হরিয়ালি পাখির মতো । নিজের মতো উড়ে ঘুরে বেড়ায় । এটাও বাস্তব । ওদের সঙ্গে হিসেব মেলে না ।
এখন চতুরালি সময় । এখন রোবট দিন । এখন প্রিয়তা নেই । এখন শুধু মরিচিকা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন