শব্দব্রাউজ ৩৮৩ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-383, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৩৮৩ || নীলাঞ্জন কুমার
তেঘরিয়া মেন রোড । কলকাতা । ১৩। ২। ২২। সময় সাড়ে দশটা ।
শব্দসূত্র: আ - মরি বাংলা ভাষা
বাংলার সুমিষ্ট কথার জন্য আমরা মনে মনে আ-মরি বলে চলি । ভাষাকে ছুঁয়ে দিন যায় । নিত্য কথার ভেতর কখন যে কবিতা ছোঁয়! বাংলার হা- হুতাশের ভেতরেও অবাক সুন্দর ধরা দেয় । ভাষার ঘ্রাণ মথিত করে ।
বাংলার সৌন্দর্য অনুভবী । যে মজে সে ছেড়ে যায় না । বাংলার গাম্ভীর্য বড় স্পর্শ করে । অন্য ভাষায় তার দেখা কই?
ভাষা আনন্দের । ভাষা তত্ত্বের । ভাষা সর্বাত্মক । ভাষা
ঐকান্তিক ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন