শব্দব্রাউজ ৩৮০ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-380, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৩৮০ || নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড কলকাতা। ১০। ২। ২০২২। সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট ।
শব্দসূত্র: দুরন্ত জীবন্ত যৌবন
দুরন্ত সময়ের কথা এখন নস্টালজিয়া । ঘুরঘুর নেশা প্রিয় তালিকায় প্রথমে উঠে আসে । তখন ভেতর থেকে উঠে আসে অজানা আহ্লাদ । দুরন্ত সময়ের কথা এই বয়সে কোথা থেকে ছুটে আসে! মৃত ক্ষণের সঙ্গে অবুঝ কোলাকুলি ।
এসব আছে বলে এখনো আমি জীবন্ত । এখনও অনেক উৎসাহ । আমি আমাকে উদ্ধার করি অতল থেকে । এসবের জন্য এখনও তাগিদ ভেতরে ।
যৌবন স্বাদ এখনও চাখি চুপিসাড়ে । নিউরোনে তখন চাওয়ার কথা । অর্গাজম তবু আসতে আসতে আসে না ।
শব্দসূত্র: দুরন্ত জীবন্ত যৌবন
দুরন্ত সময়ের কথা এখন নস্টালজিয়া । ঘুরঘুর নেশা প্রিয় তালিকায় প্রথমে উঠে আসে । তখন ভেতর থেকে উঠে আসে অজানা আহ্লাদ । দুরন্ত সময়ের কথা এই বয়সে কোথা থেকে ছুটে আসে! মৃত ক্ষণের সঙ্গে অবুঝ কোলাকুলি ।
এসব আছে বলে এখনো আমি জীবন্ত । এখনও অনেক উৎসাহ । আমি আমাকে উদ্ধার করি অতল থেকে । এসবের জন্য এখনও তাগিদ ভেতরে ।
যৌবন স্বাদ এখনও চাখি চুপিসাড়ে । নিউরোনে তখন চাওয়ার কথা । অর্গাজম তবু আসতে আসতে আসে না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন