শব্দব্রাউজ ৩৭৬ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-376, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৩৭৬ || নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন ।তেঘরিয়া মেন রোড কলকাতা। ৬ । ২। ২২। সকাল ১১টা ।
শব্দসূত্র : এক সমুদ্র ভালোবাসা
এক গভীর ভালোবাসার ভেতরে চিনতে হয় নিজেকে ।
হুড়মুড় করে ছুটে আসে তৃষ্ণা । সেই তৃষ্ণা ছুটিয়ে মারে ।
এক গভীর স্বপ্নের সঙ্গে প্রেম জড়িয়ে থাকে । আমি তাকে জড়িয়ে আনন্দ মাখতে চাই ।
প্রেম গভীরতার থেকে সমুদ্রের গভীরতা নগন্য । মৌন নূপুরের স্বাদ সেই জানে যে নিজেই গভীর । সমুদ্রের উত্তাল থেকে উত্তাল প্রেম ডোবায় ভাসায় ।
ভালোবাসা । হৃদয়ে । উন্মাদ দিন । আমার জন্যে ।
শব্দসূত্র : এক সমুদ্র ভালোবাসা
এক গভীর ভালোবাসার ভেতরে চিনতে হয় নিজেকে ।
হুড়মুড় করে ছুটে আসে তৃষ্ণা । সেই তৃষ্ণা ছুটিয়ে মারে ।
এক গভীর স্বপ্নের সঙ্গে প্রেম জড়িয়ে থাকে । আমি তাকে জড়িয়ে আনন্দ মাখতে চাই ।
প্রেম গভীরতার থেকে সমুদ্রের গভীরতা নগন্য । মৌন নূপুরের স্বাদ সেই জানে যে নিজেই গভীর । সমুদ্রের উত্তাল থেকে উত্তাল প্রেম ডোবায় ভাসায় ।
ভালোবাসা । হৃদয়ে । উন্মাদ দিন । আমার জন্যে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন