শব্দব্রাউজ ৩৭৫ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-375, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৩৭৫ || নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড কলকাতা । ৪। ২। ২২। সকাল ৮টা ২৫ মিনিট ।
শব্দসূত্র: সাত চড়ের খদ্দের
সাত দিনের অত্যাচারেও যাদের রা কাড়ে না তারা নমস্য । এসব অভ্যাসে যারা ঋদ্ধ তাদের অত্যাচারের ভেতরেও মনে মনে সঙ্গীত ভাসে । স্বপ্নে তারা দেখে প্রেম । এরকম জীবনের ভেতর অপার্থিব সুখ খুঁজে পাওয়া যায় হে । সাত দিনের ভালোবাসার ভেতরে যা পাওয়া যায় না ।
চড় খাবার পর আর এক গাল বাড়িয়ে দেবার বাহাদুরি ক'জনের আছে? গান্ধীগিরির সঙ্গে কেমন যেন দাদাগিরির তুলনা করা চলে । আমি কি তা পারি !
এও এক খদ্দের । অত্যাচার কেনে । নীরবে ।
শব্দসূত্র: সাত চড়ের খদ্দের
সাত দিনের অত্যাচারেও যাদের রা কাড়ে না তারা নমস্য । এসব অভ্যাসে যারা ঋদ্ধ তাদের অত্যাচারের ভেতরেও মনে মনে সঙ্গীত ভাসে । স্বপ্নে তারা দেখে প্রেম । এরকম জীবনের ভেতর অপার্থিব সুখ খুঁজে পাওয়া যায় হে । সাত দিনের ভালোবাসার ভেতরে যা পাওয়া যায় না ।
চড় খাবার পর আর এক গাল বাড়িয়ে দেবার বাহাদুরি ক'জনের আছে? গান্ধীগিরির সঙ্গে কেমন যেন দাদাগিরির তুলনা করা চলে । আমি কি তা পারি !
এও এক খদ্দের । অত্যাচার কেনে । নীরবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন