শব্দব্রাউজ ৩৭২ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-372, Nilanjan Kumar
শব্দব্রাউজ ৩৭২ || নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড কলকাতা । সকাল আটটা কুড়ি মিনিট ।
শব্দসূত্র: আমার সর্বনাশ
আমার যাবতীয় স্থিরতাকে কুরে কুরে খায় অস্থির প্রেম । প্রেম কি প্রকৃত শান্তির স্বাদের ছোঁয়া দেয়? সত্যি বলতে তখন সঙ্কট দেখা দেয় কবিতায় । আমার যাবতীয় বাসনাকে ধুলিস্যাৎ করে ক্রমাগত ছুটিয়ে মারে প্রেম । জড়িয়ে ধরা নারী প্রেম তার শরীর মন চিনতে পারে ।গভীর উৎসাহে তাকে ছুঁয়ে চলি । তখন কি আমি আমার সঙ্গে থাকি ? যাবতীয় সর্বনাশ বিশুদ্ধ অন্ধকারের রাতে রক্তে এসে মেশে ।
সর্বনাশ শুধুই কি চোখে ? বাকি অঙ্গ প্রত্যঙ্গ কি দোষ করলো! সর্বনাশের নেশা নিয়ে এই বাঁচা যে আজীবন । লক্ষচ্যুতি তখন একমাত্র অভ্যাস ।
শব্দসূত্র: আমার সর্বনাশ
আমার যাবতীয় স্থিরতাকে কুরে কুরে খায় অস্থির প্রেম । প্রেম কি প্রকৃত শান্তির স্বাদের ছোঁয়া দেয়? সত্যি বলতে তখন সঙ্কট দেখা দেয় কবিতায় । আমার যাবতীয় বাসনাকে ধুলিস্যাৎ করে ক্রমাগত ছুটিয়ে মারে প্রেম । জড়িয়ে ধরা নারী প্রেম তার শরীর মন চিনতে পারে ।গভীর উৎসাহে তাকে ছুঁয়ে চলি । তখন কি আমি আমার সঙ্গে থাকি ? যাবতীয় সর্বনাশ বিশুদ্ধ অন্ধকারের রাতে রক্তে এসে মেশে ।
সর্বনাশ শুধুই কি চোখে ? বাকি অঙ্গ প্রত্যঙ্গ কি দোষ করলো! সর্বনাশের নেশা নিয়ে এই বাঁচা যে আজীবন । লক্ষচ্যুতি তখন একমাত্র অভ্যাস ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন