নীলিমা সাহা-র আটপৌরে ৭৪৮-৭৫০,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 748-750,
৭৪৮)
বারান্দায় সকালের রোদ্দুর
আয়নায়
ঘর দ্যাখে জানালার জন্মদিন
৭৪৯)স্বপ্নের জানালায় গল্পগাছা
চেনা-অচেনা
বেজে উঠছে পুরোনো পর্ব
৭৫০)
রাত্রিকথায় অতিবাহিত অতিমারি
অথচ
অস্ত্রের ঝনঝনানি ,রক্তাক্ততিমিরেই জীবনপাঠ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন