নীলিমা সাহা-র আটপৌরে ৭৪৭-৭৪৯,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 747-749,
৭৪৭)
যুগের পর যুগ
জ্বলছে
উনুন---রান্না-ক্ষুধায় এক ফিল্মফেস্টিভ্যাল
৭৪৮)
রেলপথ। সমান্তরাল ।যাওয়া-আসা
সাক্ষাতকারে
অপু-দুর্গা...গায় ঝরাবেলার গান
৭৪৯)
মানুষ, হে--বিস্তীর্ণশূন্যতা
মায়াবীপার্কজুড়ে
তবু বৃষ্টিগন্ধমাখাহাত ছুঁয়ে থাকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন