নীলিমা সাহা-র আটপৌরে ৭৩৯-৭৪০,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 739-740,
৭৩৯)
একাকিত্ব ।অন্ধকারগন্ধ।খাঁখাঁরাত
শরীরময়
বটপাতার মতো শিরারা তাকিয়ে
৭৪০)
অশ্বারূঢ় আমাদের জীবনযুদ্ধে
কঠিনমৃদুরোদ
কখনও নদীজন্ম কখনও পাখিজন্ম
৭৪১)
দেশমাতা। প্রসববেদনা।বীরপ্রসূতি
আলপথে
নৌযানের আনন্দ খেলা করে)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন