নীলিমা সাহা-র আটপৌরে ৭৩০-৭৩২,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 730-732,
৭৩০) স্রোত।নদী ।নৌকা
মাঝি
জানে না নবকুমারদের খোঁজ
৭৩১)
ঘুড়ি। আকাশ ।মেঘ
ক্ষুধার্তসম্পর্ক
সঙ্গমের সুতোয় টান পড়ে
৭৩২)
ঘর।বারান্দা । বাগান
রোদছায়ামায়া
ভেজা পায়ের দাগে দগদগে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন