নীলিমা সাহা-র আটপৌরে ৭২৭-৭২৯,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 727-729,
৭২৭)
মুখোশের নীচে মুখের
আপোস
হৃদয়ের কাছে এসে দাঁড়ায়
৭২৮)
আয়নার সামনে দাঁড়িয়ে
একান্তে
শুনি জীবনের বাঁচতে চাওয়া
৭২৯)
ব্যর্থতা শুধরায় উচ্চারণ
প্রাপ্তি
বলতে নতুন জীবনের আহ্বান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন