নীলিমা সাহা-র আটপৌরে ৭২১-৭২৩,
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 721-723,
৭২১)
অতীত এক ছায়া
কায়ায়-কায়ায়
হায়াহীন মায়াময় এক শালবীথি
৭২২)
স্রোত ।ঢেউ ।বহমান
তাতেই
অমোঘ সাঁতার, ভেসে যাওয়া
৭২৩)
অপার সমুদ্র, পারভাঙা
ঢেউ
মুঠোয় ধরতেই জানায় অনধিকার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন